ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে নকল পণ্য তৈরির দায়ে তিনজনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
চাঁদপুরে নকল পণ্য তৈরির দায়ে তিনজনের কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় নকল খাদ্য সামগ্রী তৈরির অপরাধে মুরাদ বেপারী (২৪), মোস্তফা গাজী (৫১) ও হায়তুল ইসলাম আলমকে (৩৫) নামে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আশ্রাফুল করিম পুরান বাজার খালেক গাজীর বাড়ির অবৈধ কারখানার সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন।



নিরাপদ খাদ্য সামগ্রী আইন-২০১৩ এর ২৩ ধারায় মুরাদকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড, ভ্রাম্যমাণ আদালত-২০০৯ আইনের  ১৮৬০ এর ২৭২ ধারায় মোস্তাফা গাজীকে ৩ মাস বিনাশ্রম ও হায়াতুল ইসলামকে একবছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মুরাদ পুরান বাজার রয়েজ রোড মৃত ইদ্রিস বেপারীর ছেলে, মোস্তফা গাজী রামদাসদী গ্রামের শামছুল গাজীর ছেলে এবং হায়াতুল ইসলাম পূর্ব শ্রীরামদী গ্রামের লতিফ বেপারীর ছেলে।

চাঁদপুর গোয়েন্দ পুলিশের (ডিবি) ওসি আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ নকল পণ্য তৈরির কারখানাটির সন্ধান পায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয়দের উপস্থিতিতে ওই কারখানা থেকে নকল ও ভেজাল চিপস্, চকোচকো, বিস্কুট, নকল সার, নকল ফেনসিডিল ইত্যাদি সামগ্রী জব্দ করা হয়। এসব মালামাল গুলো কিছু আগনে পুড়ে ফেলা হয় এবং কিছু মাটিতে পুতে রাখা হয়।

পুলিশ আরো জানায়, ভ্রাম্যমাণ আদালতের বিচারকার্য শেষে একই এলাকায় উল্লেখিত দণ্ডপ্রাপ্তদের আরো ২টি গোডাউনের সন্ধান পায়। সেগুলো সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদয়ন দেওয়ানের উপস্থিতিতে সিলগালা করা হয়।

ইউএনও উদয়ন দেওয়ান বাংলানিউজকে জানান, দণ্ডপ্রাপ্তদের যে সাজা দেওয়া হয়েছে, তা বহাল থাকবে। পরবর্তীতে তাদের নকল পণ্য সামগ্রীসহ যে দু’টি গোডাউন পাওয়া গেছে, এ বিষয়ে পুলিশ বাদী হয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করবে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।