ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় জাদুঘরে প্রাচীন মুদ্রা দিলো ব্রাহ্মণবাড়িয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
জাতীয় জাদুঘরে প্রাচীন মুদ্রা দিলো ব্রাহ্মণবাড়িয়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে ৪৭০টি প্রাচীন রৌপ্য মুদ্রা হস্তান্তর করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন।
 
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার  জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এসব প্রাচীন মুদ্রা জাতীয় জাদুঘর সংরক্ষণ কমিটির আহ্বায়ক মো. সিরাজুল ইসলামের কাছে হস্তান্তর করেন।



সম্প্রতি আখাউড়া পৌর এলাকার দুর্গাপুরের প্রসাদ মন্দির থেকে এসব মুদ্রা উদ্ধার করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ে মুদ্রা হস্তান্তরের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামসুল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।