ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা কাজী সালাউদ্দিনের শাহাদাত বার্ষিকী পালন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
মুক্তিযোদ্ধা কাজী সালাউদ্দিনের শাহাদাত বার্ষিকী পালন ছবি: সংগৃহীত

ঢাকা: ফরিদপুরে সালাউদ্দিন বাহিনীর কমান্ডার শহীদ মুক্তিযোদ্ধা কাজী সালাউদ্দিনের (নাছিম) শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও জেলা প্রশাসন যৌথভাবে শহরের আলীপুর গোরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।



জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম এবং মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ, ডেপুটি কমান্ডার খলিলুর রহমান নেতৃত্ব দেন।

এসময় শহীদ সালাউদ্দিনের সহযোদ্ধা, জেলার বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ সালাউদ্দিনের ছোট ভাই কাজী গোলাম মহিউদ্দিন তছলিম, ভাতিজা ডা. কাজী নাজিব হাসান ও কাজী আকিব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর আলীপুর গোরস্থান সংলগ্ন জামে মসজিদে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১৯৭১ সালের ৯ ডিসেম্বর ফরিদপুরের করিমপুরে পাকিস্তান বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন কাজী সালাউদ্দিন (নাছিম), তার সহযোদ্ধা নউফেল, ওহাব এবং আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এটি

** সালাউদ্দিন-নৌফেলের স্মরণে করিমপুরে স্মৃতিস্তম্ভের দাবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।