ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে দেশব্যাপী র‌্যালি-আলোচনা

কান্ট্রি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে দেশব্যাপী র‌্যালি-আলোচনা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

বাংলানিউজের ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্টদের পাঠানো খবর:

বরিশাল: দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন।

জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য দুর্নীতিকে রুখবেই-এ স্লোগানে বরিশালে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবসে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) নগরীতে পৃথকভাবে এ সব কর্মসূচি পালন করে।

বুধবার (৯ ডিসেম্বর)  সকাল ১০টায় দুর্নীতি প্রতিরোধ কমিটি এ উপলক্ষে নগরীর সদর রোডে মানববন্ধন করে।

মানববন্ধন চলাকালে ক্যাপ্টেন অব. সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দুপ্রকের সাধারণ সম্পাদক বীরপ্রতীক মহিউদ্দিন মানিক, মানবাধিকার জোট সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, ও বরিশালের দুদক উপ পরিচালক মতিউর রহমান।

অপরদিকে সচেতন নাগরিক কমিটির (সনাকের) আয়োজনে সকালে নগরীতে র‌্যালি বের হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর জিয়াউল হক, অধ্যাপিকা শাহ সাজেদা, অধ্যাপক গাজী জাহিদ হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ইশরাত জাহান লিজা প্রমুখ।

সাতক্ষীরা: সাতক্ষীরায় মানববন্ধন, র‌্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ের শহীদ স.ম আলাউদ্দিন চত্বরে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন-এ স্লোগানকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা পৌরসভার মেয়র এম.এ জলিল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জিয়াউদ্দীন আহমেদ প্রমুখ।

ঝিনাইদহ: জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই- এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র (টিআইবি) কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলকার নায়ন, সচেতন নাগরিক কমিটির (সনাক) ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি আবু তাহের, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ঝিনাইদহ জেলার কমিটির সভাপতি আব্দুল মতিন প্রমুখ।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মানববন্ধন ও র‌্যালির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ছাবির আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহাদাত হোসেন, সদস্য সুলতান আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জয়নাল আবেদিন, শাহেদ মিয়া, মনোয়ার হোসেন মানিক পাটোয়ারী প্রমুখ।

এদিকে, জেলার কমলনগরে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স‍ুনামগঞ্জ:  জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য-দুনীতি রুখবেই এ স্লোগানকে সামনে নিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সুনামগঞ্জে সনাক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সুনামগঞ্জে বাইসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়।

বুধবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা সনাক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে শহরের কাজির পয়েন্টে সনাক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় শহীদ জগতজ্যোতি পাঠাগার (পাবলিক লাইব্রেরি) মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

কুড়িগ্রাম: দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই এ স্লোগানের মধ্য দিয়ে কুড়িগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।

বুধবার (০৯ ডিসেম্বর) সকালে টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) কুড়িগ্রামের আয়োজনে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সনাক কার্যালয়ে অ্যাডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন-দুপ্রক সভাপতি সামিউল হক নান্টু, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাতেন, মহিলা পরিষদের রওশন আরা চৌধুরীসহ প্রমুখ।

মেহেরপুর: দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন-এ স্লোগানে মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন হয়।

পরে শহিদ মিনারের পাদদেশে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী হয়।

পাবনা:  দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন-এ প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে পাবনায় পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দিবসটি উপলক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন, পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও পদযাত্রা করা হয়।

তালা (সাতক্ষীরা): দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন- এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ লক্ষ্যে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে একটি ৠালি বের হয়ে তালা উপ-শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে  শহরের তিন রাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অচিন্ত্য সাহার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন-তালা রিপোটার্স ক্লাবের সভাপতি ও তালা বাজার বণিক সমিতির সভাপতি মীর জাকির হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মফিজ উদ্দীনসহ প্রমুখ।

সৈয়দপুর (নীলফামারী): আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে র‌্যালি ও মানববন্ধন হয়েছে।

দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে র‌্যালিটি শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে।

র‌্যালিতে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  আবু ছালেহ মো. মুসা জঙ্গী। মিছিলে সরকারি- বেসরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।