ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের দরিরাবাজে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শিশু ইমনের বাবা শের আলী বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাতে তিনিসহ তার স্ত্রী পার্শ্ববর্তী বাড়িতে ভারতীয় সিরিয়াল ‘কিরণমালা’ দেখতে যান। এ সময় তাদের দুই ছেলে ইমন ও সুমন বাড়িতে ছিল।  

টিভি দেখার একপর্যায়ে সুমন তাদের এসে জানায় ইমন দড়িতে ঝুলে আছে। খবর পেয়ে দ্রুত বাড়ি এসে ইমনকে ঘরের মধ্যে দড়িতে ঝুলে থাকতে দেখেন তারা।

দড়ি দিয়ে ফাঁসি ফাঁসি খেলতে গিয়ে ইমনের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তিনি।

সিংগাইরের বাঘুলিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরির্দশক (এসআই) আওলাদ হোসেন বাংলানিউজকে বলেন, মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দড়ি দিয়ে ফাঁসি ফাঁসি খেলতে গিয়েই ইমন মারা গেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।