ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পর্বত দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
পর্বত দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি

ঢাকা: ১১ ডিসেম্বর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক পর্বত দিবস উদযাপনে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘পবর্তারোহন পণ্যের প্রচারণা’।



এ উপলক্ষে ১১ ডিসম্বের (শুক্রবার) সকাল ৯টায় রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স (অফিসার্স ক্লাবের পার্শ্বে) প্রাঙ্গণে তিন দিনব্যাপী পার্বত্য মেলার উদ্বোধন করা হবে।

ব্যতিক্রমধর্মী এ মেলায় অর্ধশতাধিক স্টলে টেক্সটাইল, হ্যান্ডিক্রাফট, ঐতিহ্যবাহী পোশাক ও খাবারসহ বিভিন্ন পার্বত্য পণ্যের  প্রদর্শনী ও বিক্রি করা হবে।

একইদিন সকাল সাড়ে ৯টায় একই স্থান থেকে সিরডাপ (জাতীয় প্রেসক্লাব সংলগ্ন) পর্যন্ত বর্ণাঢ্য ৠালি বের করা হবে। এরপর সকাল সাড়ে ১০টায় সিরডাপ মিলনায়তনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে প্রধান অতিথি থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊসৈ সিং ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী।   সেমিনারে মূল প্রবন্ধ  উপস্থাপন করবেন ড. সুরেন্দ্র রাজ জোশি।
 
এছাড়াও দিবসটি উপলক্ষে বান্দরবানের রুমায় ট্রেকিং, মাউন্টেন বাইকিং ও ক্যাম্পিং অনুষ্ঠিত হবে।

পার্বত্য এলাকায় বসবাসরত মানুষের উন্নয়নে জাতিসংঘ ২০০২ সালে ১১ ডিসেম্বরকে আন্তর্জাতিক পর্বত দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশে দিবসটি তৃতীয়বারের মত পালন করা হচ্ছে।

বুধবার (৯ ডিসেম্বর) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহবুবুর রহমান তুহিনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।