ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে হিরন স্মৃতি টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
বরিশালে হিরন স্মৃতি টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

বরিশাল: বরিশালে শওকত হোসেন হিরন স্মৃতি টেনিস টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) বিকেল ৫টায় নগরীর বরিশাল ক্লাবের টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্টের উদ্বোধন করেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।



এরআগে বরিশাল ক্লাবে টুর্নামেন্ট কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রকৌশলী শহীদুল আলম।

সভায় বিশেষ অতিথি ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার লুৎফর রহমান মন্ডল, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. গোলাম রউফ খান ও সমাজ সেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর জিয়াউল হক, বিএম কলেজের অধ্যক্ষ স ম ইমামুল হাকিম, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি আনিচ উদ্দিন শহীদ, সাধারণ সম্পাদক মনিরুল হাসান, বরিশাল ক্লাব লিমিটেডের ইনডোর গেমসের পরিচালক আসাদুজ্জামান খসরু, সমাজ সেবক ডা. মো. আনোয়ার হোসেন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মাহবুব মোর্শেদ শামিম।

সালমা শিপিং করপোরেশন ও কীর্তনখোলা-২ বরিশালের সার্বিক সহযোগিতায় সপ্তাহব্যাপী এ টুর্নামেন্টে ১৯টি দল অংশ নিচ্ছে। এতে প্রতিদিন বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত খেলা খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।