ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে পিকআপ চাপায় পুলিশের সোর্স নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
বিজয়নগরে পিকআপ চাপায় পুলিশের সোর্স নিহত ছবি: প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পিকআপভ্যানের চাপায় মো. সাইফুল ইসলাম (৩০) নামে পুলিশের এক সোর্স নিহত হয়েছেন।

বুধবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

এরআগে দুপুরে পিকআপভ্যানের চাপায় গুরুতর আহত হন সাইফুল ইসলাম।

নিহত সাইফুল উপজেলার ছতরপুর গ্রামের বাসিন্দা।

এদিকে, এ ঘটনায় ওই পিকআপভ্যানের চালককে আটক করেছে পুলিশ।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল পাশা বাংলানিউজকে জানান, দুপুর দেড়টার দিকে উপজেলার আখাউড়া-চান্দুরা সড়কের চম্পকনগরে একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে সাইফুল পিকআপের নিচে চাপা পড়েন।

তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।