ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ হবে ইউরোপ-আমেরিকার মতো

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
বাংলাদেশ হবে ইউরোপ-আমেরিকার মতো ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, নতুন সহস্রাব্দের সম্পদ হলো জ্ঞান। আর সে‌ জ্ঞান অর্জন করে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখলে বাংলাদেশ অতি শিগগির ইউরোপ-আমেরিকার জায়গায় চলে যাবে।



বুধবার (০৯ ডিসেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে তিন  দিনব্যাপী বিজয় মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া খেলাঘর আসর এ মেলার আয়োজন করে।

ড. জাফর ইকবাল বলেন, ‘ফিলিস্তিনিরা ৫০/৬০ বছর চেষ্টা করেও একটা স্বাধীন দেশ পায়নি। অথচ আমরা নয় মাসের যুদ্ধেই স্বাধীন একটা দেশ, একটা সুন্দর পতাকা ও সুন্দর জাতীয় সংগীত পেয়েছি। ফলে এই দেশটাকে এখন গড়তে না পারলে মুক্তিযোদ্ধাদের ঋণ শোধ হবে না। ’

শিশুদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি শিশুদের সংস্পর্শে এলে ব্যাটারির মতো চার্জ পাই। আমাদের প্রজন্ম মুক্তিযুদ্ধ করে তোমাদের একটা দেশ দিয়ে গেছে; তোমাদের জেনারেশন এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলবে। ’

খেলাঘর আসর ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ডা. মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন, কেন্দ্রীয় খেলাঘর আসরের সম্পাদক আবুল ফারাহ পলাশ, সভাপতিমণ্ডলীর সদস্য প্রণয় সাহা, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

আলোচনা শেষে শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল জেএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ২৮০ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

সনদ বিতরণ শেষে স্থানীয় আনন্দলোক সাংস্কৃতিক কেন্দ্র, মেহেক নৃত্যালয়, তিতাস ললিতকলা একাডে‍মি ও আবরণির শিল্পীরা গান, কবিতা ও নৃত্য পরিবেশেন করে।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।