ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ইয়াবাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
বরিশালে ইয়াবাসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে নগরে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (০৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিএন্ডবি কাজীপাড়া রোডের পাবলিক হেলথ অফিস সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন- ওই এলাকার মৃত সরোয়ার হোসেনের ভাড়াটিয়া ও ম‍ৃত আ. হালিম হাওলাদারের ছেলে মো. জুয়েল হাওলাদার (৩২) ও এয়ারপোর্ট থানার ২৯নং ওয়ার্ডের লুৎফর রহমান সড়কের খান ম্যানসনের ভাড়াটিয়া মো. ছত্তার সিকদারের ছেলে মো. অপু সিকদার (২০)।

এ সময় আটকৃতদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস আই) তানজিল জানান, আটকদের বিরুদ্ধে নগরীর কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।