ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মানবতাবিরোধী অপরাধে জামালপুরে আরও দু’জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
মানবতাবিরোধী অপরাধে জামালপুরে আরও দু’জন গ্রেফতার

ময়মনসিংহ: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামালপুরে আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- ওমর ফারুক (৬৭) ও এ বি এম ইউনুস আলী (৬৫)।



বুধবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার চানপুর হরিকান্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রাতে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে সন্ধ্যায় অভিযান চালিয়ে এই দুইজনকে গ্রেফতার করা হয়।

এর আগে ওমর ফারুক ও ইউনুস আলীসহ ৭ জনের বিরুদ্ধে এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চেচুয়া এলাকা থেকে জাপা নেতা এ কে এম রেজাউল হক ওরফে আক্কাস মৌলভীকে (৭০) গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।