ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ৪দিন পর অচেতন শিশু উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
নিখোঁজের ৪দিন পর অচেতন শিশু উদ্ধার ছবি: ফাইল ফটো

ঢাকা: অপহরণের চারদিন পর ৮ বছরের একটি মেয়েকে মুখ বাঁধা ও অচেতন অবস্থায় বাসার সামনে পাওয়া গেছে।

বুধবার (০৯ ডিসেম্বর) দিনগত রাতে মিরপুর-১১ এর লালমাটি এলাকার বাসার সামনে ওই শিশুটিকে ফেলে যায় দুর্বৃত্তরা।



পরে সেখান থেকে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অচেতন অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হলে তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিশুটির মা জানান, গত রমজান মাসে ৮ বছরের এই শিশুটিকে যৌন হয়রানি করেন লালমাটি কলাবাগান বস্তির রফিক নামে এক ব্যক্তি। পরে তার বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা করা হয়। মামলায় বেশকিছুদিন হাজতে থাকার পর গত কোরবানি ঈদের আগে জামিন পান রফিক।

‘এরপর থেকেই সে (রফিক) আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসেছিল। এরমধ্যে গত রোববার (০৬ ডিসেম্বর) আমার মেয়েকে তুলে নিয়ে যায় কে বা কারা। নানা জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। পরে আজ (বুধবার) রাতে মুখ বাঁধা অচেতন অবস্থায় বাসার সামনে পাওয়া যায়,’ বলেন তিনি।

শিশুটির মা বলেন, আমরা ধারণা করছি রফিকই এ কাজ করেছে।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এজেডএস/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।