ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ভোলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৫, ডিসেম্বর ১০, ২০১৫
ভোলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: পরিবার ও সমাজ হোক নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের দুর্গ- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস।

জেলা মহিলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে শহরের কে জাহান মার্কেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, হিউম্যান ডিফেন্ডার ফোরামের সভাপতি মোবাশ্বির উল্ল্যাহ চৌধুরী, অ্যাডভোকেট মো. শাজাহান, জেলা মহিলা পরিষদের সভাপতি হোসনে আরা বেগম চিনু, সাংগঠনিক সম্পাদক নিগারুন নাহার রিংকু, লিগ্যাল এইডের সম্পাদিকা বিলকিস জাহান মুনমুনসহ সভানেত্রী ইয়াসমিন শাহাজাদী প্রমুখ।

এ সময় বক্তারা পরিবার ও সমাজে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।