ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

৯০ হাজার শিশু শ্রমিককে কর্মক্ষম করা হয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
৯০ হাজার শিশু শ্রমিককে কর্মক্ষম করা হয়েছে

ঢাকা: শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ না করার আহ্বান জানিয়েছেন  সংসদীয় কমিটির সদস্যরা। শিশু শ্রম নিরসনে সবাইকে আরো বেশি সচেতন হওয়ারও তাগিদ দেওয়া হয়েছে।



এছাড়া গত ৯ বছরে ৯০ হাজার শিশু শ্রমিককে উপানুষ্ঠানিক শিক্ষা ও ৬ মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম করে গড়ে তোলা হয়েছে।
 
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক এ কথা জানানো হয়।
 
কমিটি সদস্য মো. রুহুল আমিন বাংলানিউজকে বলেন, শিশু শ্রম নিরসনে সবাইকেই সচেতন হতে হবে। যারা শিশুদের শ্রমে নিয়োগ করছেন, তাদের নিজের সন্তানের কথা মাথায় রেখেই নিয়োগের বিষয়টি চূড়ান্ত করার আহ্বান জানানো হয়েছে। এক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে।
 
বৈঠকে জানানো হয়, দেশের শিশুদের রক্ষা এবং তাদের কল্যাণের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ২০০৫ সালের জুলাই থেকে ২০১৪ জুন পর্যন্ত ‘বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুশ্রম নিরসন প্রকল্প’র ৩টি পর্যায়ে মোট ৯০ হাজার শিশু শ্রমিককে ১৮ মাসব্যাপী উপানুষ্ঠানিক শিক্ষা ও ৬ মাসব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মক্ষম করে তোলা হয়েছে।
 
বৈঠকে জানানো হয় যে, তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১১১ শ্রমিকের প্রত্যেককে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলসহ বিভিন্ন মাধ্যম থেকে ৭ লাখ টাকা এবং রানা প্লাজা দুর্ঘটনায় নিহত এক হাজার ১৩৬ জন শ্রমিকের মধ্যে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত ৯৭৮ জনের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১-৫ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।
 
কমিটি সভাপতি মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  মো. মুজিবুল হক (চুন্নু), মো. রুহুল আমিন, মো. রেজাউল হক চৌধুরী এবং রোকসানা ইয়াসমিন ছুটি অংশগ্রহণ করেন।
 
এছাড়া বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এসএম/জেডএস
 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।