ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বিশ্ব মানবাধিকার দিবসে ঠাকুরগাঁওয়ে র‌্যালি-সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
বিশ্ব মানবাধিকার দিবসে ঠাকুরগাঁওয়ে র‌্যালি-সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: বিশ্ব মানবাধিকার দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র‌্যালি বের হয়।



র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চ বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে ওই বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও সদর এডিপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মু. রাশেদুল হক প্রধান।
 
বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী প্রমুখ।

বক্তাগণ জেন্ডার ভিত্তিক বৈষম্য কমিয়ে আনা, নির্যাতন প্রতিরোধ, নারী অধিকার সংরক্ষণ, অবস্থা ও অবস্থানের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, নারীর উচ্চ শিক্ষার প্রতি জোর দেওয়া, কর্মসংস্থানের ব্যবস্থা জোরদারকরণ ও প্রচলিত আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর যথাযথ প্রয়োগসহ নারীর সার্বিক উন্নয়নের বিভিন্ন দিকসমূহ উপস্থাপন করেন।

সভায় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন পেশার অসংখ্য নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এএটি/আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।