ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ইয়াবাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
বরিশালে ইয়াবাসহ আটক ২ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- সাতক্ষীরার বাচারখোলা আলীপুর এলাকার মঞ্জুরুল ইসলাম ওরফে খোকন (৪৫) ও কক্সবাজারের উখিয়া উপজেলার জলিল আহমেদেরে ছেলে খোরশেদ আলম ওরফে ভুট্টো (৩৩)।



শনিবার (১২ ডিসেম্বর) সকালে পৃথক দু’টি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দুপুর ১২টার দিকে ডিবি পুলিশের পক্ষ থেকে ই-মেইলে পাঠানো বার্তার মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) মিলন বিশ্বাসের নেতৃত্বে একটি দল শনিবার ভোরে কোতোয়ালি মডেল থানার ২৩ নম্বর ওয়ার্ডে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬শ পিস ইয়াবাসহ মঞ্জুরুল ইসলাম ওরফে খোকনকে আটক করে।  
এছাড়া একই সময় ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহ্মেদের নেতৃত্বে একটি টিম কোতোয়ালি মডেল থানার ১০নং ওয়ার্ডে চরকাউয়া খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪শ’ পিস ইয়াবাসহ খোরশেদ আলম ওরফে ভুট্টোকে আটক করে।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা হয়েছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ কমিশনার (ডিবি) আবু সাঈদ।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।