ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভৈরব-টঙ্গী নতুন রেললাইনে ট্রেন চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
ভৈরব-টঙ্গী নতুন রেললাইনে ট্রেন চলাচল শুরু ছবি: ফাইল ফটো

কিশোরগঞ্জ: উদ্বোধনের অপেক্ষায় থাকা নবনির্মিত ভৈরব থেকে টঙ্গী পর্যন্ত ৬৪ কিলোমিটার নতুন রেললাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। নরসিংদী জেলার কানাবাড়িতে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হওয়ায় বিকল্প এ পথে ট্রেন চলাচল করছে।


 
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২ট ০৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস নরসিংদী রেলস্টেশন থেকে নতুন এ রেললাইন দিয়ে যাত্রা শুরু করে।

এর আগে, সকাল সোয়া ৯টার দিকে নরসিংদীর কোনাবাড়ি এলাকায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
 
নবনির্মিত রেল লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করে নরসিংদী রেলওয়ের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব আলম বাংলানিউজকে বলেন, লাইনচ্যুত এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি উদ্ধারে কাজ চলছে। তবে কখন উদ্ধার কাজ শেষ হবে তা বলা যাচ্ছে।

বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ২ হাজার ২১৩ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়ে নতুন এ রেললাইন নির্মাণ কাজ সম্পন্ন করেছে।

** ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।