ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যশোর-বেনাপোল মহাসড়কে বাস উল্টে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
যশোর-বেনাপোল মহাসড়কে বাস উল্টে নিহত ২

যশোর: যশোর সদরের মালঞ্চী এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে দুইজন নিহত ও ১১ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, ঝিকরগাছা উপজেলার মালঞ্চী গ্রামের হাতেম আলীর ছেলে ওহেদ আলী (৫৫) ও যশোর সদর উপজেলার তেঘরিয়া গ্রামের আইয়ুব হোসেন (৪৩)।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর চাঁচড়া মোড় থেকে যাত্রীবাহী একটি বাস বেনাপোলের উদ্দেশে ছেড়ে যায়। পথে মালঞ্চী এলাকায় একটি নসিমনকে সাইড দিতে গিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতে পথচারীসহ ১৩ জন আহত হন।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ওহেদ আলী ও আইয়ুব হোসেনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।