ঢাকা: যথাযথ মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে মহান বিজয় দিবস পালন করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।
এ দিন সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অপর্ন করে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান নেতৃত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা উপস্থিত থাকবেন। পাশাপাশি দিবসটি উপলক্ষে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।
এরপর সকাল ৮টায় সভারে জাতীয় স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. মো. রুহুল আমিন মিয়া, প্রো-ভাইস-চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ এসব কর্মসূচিতে উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এটি