ঢাকা: চলতি বছর সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
মেডিকেল ভর্তি পরীক্ষার্থী আয়াতুল্লাহ হাসনাতসহ ১২ জন শিক্ষার্থী ও অভিভাবক মঙ্গলবার (১৫ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।
রিটে আইন সচিব, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রিট আবেদনের পক্ষে আইনজীবী থাকছেন সুপ্রদাস দত্ত।
আবেদনে বলা হয়, এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদফতর এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু গত ১৫ জুন ভারতীয় সুপ্রিম কোর্ট মেডিকেল ভর্তি পরীক্ষায় ৬৩ জনের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকায় ৬ লাখ পরীক্ষার্থীর সেই পরীক্ষা বাতিল করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
ইএস/এএসআর