ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় ফিটনেস বিহীন ট্রাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
মাগুরায় ফিটনেস বিহীন ট্রাকে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মহাসড়কে চলাচলকারী ফিটনেস বিহীন ৩টি ট্রাকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার(১৫ ডিসেম্বর) সকালে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের পলিটেকনিক কলেজের সামনে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেদ।



এ সময় তার সঙ্গে ছিলেন বিআরটিএ মাগুরা সার্কেলের পরিদর্শক মো. মিজানুর রহমান।

অভিযান পরিচালনাকালে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস না থাকার কারণে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে চলাচলকারী ৩টি ট্রাক, মিনি ট্রাকের মালিককে সর্বমোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিট্রেট জামাল আহমেদ বাংলানিউজকে জানান, ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্সবিহীন গাড়ি চালানো বন্ধ করতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।