ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে হানাদার মুক্ত দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
খাগড়াছড়িতে হানাদার মুক্ত দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে খাগড়াছড়ির আকাশে ওড়ানো হয় স্বাধীন বাংলার লাল-সবুজ পতাকা।



বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, পতাকা উত্তোলন ও বিজয় র‌্যালির মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হচ্ছে দিনটি।

এ উপলক্ষে সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খাগড়াছড়ি সদর উপজেলা ইউনিটের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ থেকে থেকে একটি বিজয় র‌্যালি বেরা করা হয়। র‌্যালিটি শহরের শাপলা চত্ত্বর ঘুরে আবারও মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মংসাথোয়াই চৌধুরী, মুক্তিযুদ্ধে এ অঞ্চলের সাব-ডিভিশন কমান্ডার দোস্ত মোহাম্মদ চৌধুরীসহ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

এর আগে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।