ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে তিন মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
রূপগঞ্জে তিন মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ছবি: প্রতীকী

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন এ দণ্ড দেন।



দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার মীর কুটিরছেও এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে জহিরুল ইসলাম(৩৮), গোলাকান্দাইল এলাকার আব্দুর রহিম মুন্সির ছেলে বোরহান মিয়া (৩৭) ও পাঁচাইখা এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম(৪৮)।

ভুলতা পুলিশ ফাঁড়ি ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, জহিরুল ইসলাম, হাজী বোরহান ও সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে গোলাকান্দাইল ও পাচাইখা এলাকায় অভিযান চালিয়ে হোরোইনসহ তাদের আটক করা হয়। বিকেলে জহিরুল ইসলাম ও হাজী বোরহান মিয়াকে ২ বছর ও সিরাজুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।