ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাপ্তাই হ্রদের স্বচ্ছ পানিতে বিজয় দিবসের নৌকা বাইচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
কাপ্তাই হ্রদের স্বচ্ছ পানিতে বিজয় দিবসের নৌকা বাইচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: বিজয় দিবস উপলক্ষে পাহাড়ঘেরা রাঙামাটির স্বচ্ছ কাপ্তাই হ্রদে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ নৌকা বাইচ দেখতে শত শত নারী-পুরুষের ঢল নামে।

কেউ নৌকা, কেউ বা লঞ্চে করে নৌকা বাইচ উপভোগ করতে আসেন।

চারটি গ্রুপে এ নৌকা বাইচ (প্রতিযোগিতা) অনুষ্ঠিত হয়। ছেলেদের ৩২ জনের গ্রুপে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে কিল্ল্যামুড়া এলাকার ছবির ত্রিপুরার দল ও পুরানপাড়ার জামাল হোসেনের দল। দ্বিতীয় হয়েছে কিল্ল্যামুড়ার কাকুমনির দল। ছেলেদের ১১ জনের গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে সুমনের দল। দ্বিতীয় হয়েছে বাবুলের দল।

তৃতীয় হয়েছে ফোরকানের দল। একক সাম্পানে চ্যাম্পিয়ন হয়েছেন জামাল হোসেন, দ্বিতীয় হয়েছেন জসিম উদ্দীন ও তৃতীয় হয়েছেন রুবেল। এছাড়া এবারের নৌকা বাইচে অন্যতম আকর্ষণ ছিলো নারীদের অংশগ্রহণ। নারীদের নৌকা বাইচে চ্যাম্পিয়ন হয়েছে কিল্ল্যামুড়ার অঞ্জনা ত্রিপুরার দল।

নৌকা বাইচ শেষে বিজয়ীদের মধ্যে নগদ টাকা ও সার্টিফিকেট বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌকা বাইচের আহ্বায়ক মো. মুছা মাতব্বর। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।

ভিডিও:


বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।