ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
ভাঙ্গায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৪০

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের গজারিয়া গ্রামে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে সংঘর্ষের এ ঘটনা ঘটে।



ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজ্জাক ফকির ও বাচ্চু মেম্বারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। সকালে বাজারে আসার পথে নওপাড়ায় দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন।

এ ঘটনায় উভয়পক্ষের ১০টি ঘরবাড়ি ভাঙচুর ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৩ ব্যক্তিকে আটক করা হয়। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

আটক তিন ব্যক্তি হলেন- রমজান সেক (২৭), জুয়েল মাতুব্বর (২৫) ও দিলদার মাতুব্বর(২৪)।

সংঘর্ষে আহতরা হলেন- হাফিজুর ফকির (২৩), বেল্লাল মাতুব্বর (৫৫), ইউসুফ ফকির (৫৫), হাচান সেক (২৫), লাবনী খন্দকার (১৮), তৈয়াব মাতুব্বর (৪০), লালন মাতুব্বর (৩০), নাহিদ মাতুব্বর (২০), আনোয়ার ফকির (৪০), ওসমান ফকির (৪৫), আতিকার ফকির (৪০), মনির হোসেন (২০), আল-আমিন (২৫), রাজ্জাক মুন্সি (৩৫), জাকির মুন্সি (৩৫), কবির সিকদার (৩০) ও সবুজ সেক (২৫)।

আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মো. মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।