ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যানজট নিরসনে এমপিদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
যানজট নিরসনে এমপিদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক ফাইল ফটো

ঢাকা: রাজধানীর যানজট নিয়ে করণীয় ঠিক করতে ঢাকার ৫ সংসদ সদস্যকে (এমপি) নিয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২নং সাব কমিটির বৈঠকে রাজধানীর ৫ আসনের এমপিকে নিয়ে এ বৈঠক করেন তিনি।



বৈঠকে ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৫ এর এমপি হাবিবুর রহমান মোল্লা, ঢাকা-৬ এর এমপি কাজী ফিরোজ রশীদ, ঢাকা-১৬ এর এমপি মো. ইলিয়াস উদ্দিন মোল্লা এবং ঢাকা-১৭ এর এমপি এস এম আবুল কালাম আজাদ।

বৈঠকে এমপিদের নিজ নির্বাচনী এলাকা যানজট মুক্ত রাখার জন্য কাজ করার পরামর্শ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসছে জানুয়ারি থেকেই কাজ করার তাগিদ দিয়েছেন।

বৈঠক শেষে এমপি হাবিবুর রহমান মোল্লা বাংলানিউজকে বলেন, ‘আমার এলাকা সায়েদাবাদ ও যাত্রাবাড়ীতে যেসব টার্মিনাল আছে সেগুলোর বাইরে যাতে কোনো গাড়ি রাখা না হয় সেজন্য বলা হয়েছে। বিজয় দিবসের পর এ ব্যাপারে কাজ শুরু হবে। রাস্তায় কোন গাড়ি পার্ক করা যাবে না। ’

এ নিয়ে প্রয়োজনে বাস মালিক ও চালকদের সঙ্গে বসে করণীয় ঠিক করা হবে বলে জানান তিনি।  

যানজটের কারণ হিসেবে অবৈধ লাইসেন্সধারী গাড়ির আধিক্যকে দুষলেন হাবিবুর রহমান মোল্লা।

তিনি বলেন, বিআরটিএ সঠিক উপায়ে লাইসেন্স দিচ্ছে না। একারণে প্রতিদিনই অবৈধ গাড়ি রাস্তায় নামছে, ফলে যানজট ক্রমেই তীব্র হচ্ছে।

এসএম আবুল কালাম আজাদ বলেন, রাজধানীর বেশকিছু সড়ক অবৈধ দখলে রয়েছে। এরমধ্যে মিরপুর ১৪ থেকে ভাষানটেক পর্যন্ত ১২০ ফুটের রাস্তার ২০ ফুট খোঁজে পাওয়াই দূরুহ হয়ে পরেছে। বাকি ১০০ ফুট অবৈধ দখলে।

রাজধানীকে যানজটমুক্ত করতে হলে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে বলে মনে করেন তিনি।     

ঢাকার এমপিদের আলোচনার প্রেক্ষিতে সাব কমিটির বৈঠকে রাজধানীতে গণপরিবহনের সংখ্যা বাড়ানো, পুরাতন অচল গাড়ি অপসারণ, ডিজিটাল সিগন্যাল ব্যবস্থার সঙ্গে ট্রাফিক পুলিশের কাজের সমন্বয়, ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং লাইসেন্স বিহীন রিকশার তালিকা তৈরির তাগিদ দেওয়া হয়েছে।

সাব কমিটির বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমপি সানজিদা খানম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এসএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।