ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রদ্ধাঞ্জলির ফুল

হাসিবুর রহমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
শ্রদ্ধাঞ্জলির ফুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা/ আমরা তোমাদের ভুলবো না’- যে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে বাংলা নামের এ দেশটি পেয়েছি, তাদের স্মৃতি ভোলার নয়। তাদের প্রতি শ্রদ্ধা জানানো তাই বাঙালি জাতির কর্তব্যের মধ্যেই পড়ে।



শহীদদের স্মৃতিসৌধ ও মিনারে শ্রদ্ধা জানাতে ফুল, পুষ্পস্তবক (ফুলের রিং), মালা কিংবা তোড়া লাগেই।

আর এসব সবচেয়ে বেশি পাওয়া যায় রাজধানীর শাহবাগ এলাকায়।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর)  বিজয় দিবসের আগের দিন শাহবাগের ফুলের বাজারের দোকানি ও কর্মচারীদের মাঝে ভীষণ ব্যস্ততা। প্রত্যেক দোকানে ডিজাইনাররা সময় পার করছেন ফুলের রিং আর তোড়া বানানোর কাজে।

বিকালে শাহবাগের রূপসী বাংলা ফুল ঘর, অনন্যা পুষ্প বিতান, মৌ পুষ্পালয়, মালঞ্চ পুষ্পকেন্দ্র, অনন্যা পুষ্প বিতান, শ্রাবন্তী পুষ্পালয়, আনিকা পুষ্প বিতানসহ ১৫-২০টি দোকান ঘুরে দেখা গেছে, ফুলের রিং বানিয়ে একটার পর একটা সাজিয়ে রাখা হয়েছে। শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য ফুলের রিংয়ের পাশাপাশি রয়েছে তোড়া, ডালা, মালা এবং শুধু ফুল।

ফুলের দোকানগুলোতে সাজিয়ে রাখা রিং বিক্রি হচ্ছে চারশ' টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত। তোড়া পাওয়া যাচ্ছে দেড়শ' টাকা থেকে বারশ' টাকার মধ্যে। আর পঞ্চাশ টাকা থেকে শুরু করে পছন্দসই ফুল দিয়ে আটশ' টাকায় বানানো যাবে মালা। এছাড়া গোলাপ, গাদা, রজণীগন্ধা, গ্লাডিওলাস, অর্কিডসহ নানা ধরনের ফুল বিক্রি হচ্ছে দোকানগুলোতে।

মালঞ্চ পুষ্পকেন্দ্রের সামনে থরে থরে সাজিয়ে রাখা অনেকগুলো ফুলের রিং। দোকানি ফরিদ আহমেদ জানান, ফুলের সবচেয়ে বেশি চাহিদা থাকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। তবে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস, পহেলা বৈশাখ, বসন্ত উৎসব, ভালোবাসা দিবসেও ফুলের যথেষ্ট চাহিদা থাকে।

বিজয় দিবসে বেশি চাহিদা থাকে পুষ্পস্তবকের। ইতোমধ্যে তারা দশটা ফুলের রিংয়ের অর্ডার পেয়েছেন।

ফরিদ বলেন, ‘দশটার অর্ডার নিছি। আর আট-দশটা ব্যাচতে পারলেই তো বিশটা হয়ে গেল’।

দক্ষিণ কেরাণীগঞ্জের আগানগর থেকে ফুলের রিং কিনতে এসেছেন শামীম, রানা ও ইমন নামের তিন ছাত্রলীগ কর্মী। শামীম জানান, থানা পর্যায়ের স্বেচ্ছাসেবক লীগের এক নেতার জন্য ফুলের রিং কিনতে এসেছেন। ১০০০ টাকায় দোকান ঘুরেও পছন্দসই ফুলের রিং কিনতে পারেননি।

বিশেষ দিবস উপলক্ষে শাহবাগ ছাড়াও রাজধানীর প্রায় সর্বত্রই ফুল পাওয়া যায়। এর মধ্যে কাটাবন, ফার্মগেট, আগারগাঁও, মহাখালী, বনানীসহ বেশ কয়েকটি এলাকায় ভালো ফুল পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এইচআর/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।