রাজশাহী: রাজশাহীতে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মহানগরীর শহীদ মিনারগুলোতে মানুষের ঢল নেমেছে।
পুস্পস্তবক অর্পণের মাধ্যমে সবাই বিনম্র শ্রদ্ধা জানান মাতৃভূমির জন্য প্রাণ উৎসর্গ করা বীর সন্তানদের।
বুধবার (১৬ ডিসেম্বর) রাত ১২টা এক মিনিটে মহানগরীর ভুবনমোহন পার্ক, রাজশাহী কলেজ শহীদ মিনার, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারসহ অন্য শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠন।
ভুবনমোহন পার্কে শ্রদ্ধা নিবেদন করেন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
এসময় তিনি উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান। তার সঙ্গে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর ও তার অঙ্গ সংগঠনের নেতারা শপথ বাক্য পাঠ করেন।
এদিকে, রাজশাহী সিটি করপোরেশনের পক্ষে কাউন্সিলর ও রাসিকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে শ্রদ্ধা নিবেদন করেন রাসিকের কর্মকর্তা-কর্মচারী, রাসিক কর্মচারী ইউনিয়ন, জাতীয় শ্রমিক ফেডারেশন, ন্যাপ, জাসদ, রাজশাহী ওয়াসা, জাতীয় যুব জোট, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী, খেলাঘর আসর, বাসদ, নাগরিকাধিকার সংস্থা, মেট্রোপলিটন প্রেসক্লাব।
অন্যদিকে, রাজশাহী কলেজে শ্রদ্ধা জানায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। রাজশাহী জেলা বিএনপি’র নাদিম গ্রুপের পক্ষে রাজশাহী জেলার সহ-সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জেল হোসেন তপু, অ্যাডভোকেট কামরুল গ্রুপের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দফতর সম্পাদক মামুন, রাজশাহী কলেজ প্রশাসন, মহানগর বিএনপি, মহানগর ছাত্রদল, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন সংগঠন।
রাজশাহী কোর্ট শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদের প্রশাসক মাহবুব জামান ভুলু, বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ, রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী ও পুলিশ সুপার নিসারুল আরিফ।
এছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, গণপূর্ত বিভাগ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রাজপাড়া থানা ওয়ার্কার্স পার্টিসহ নানা সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এসএস/এসএস