ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লোকে লোকারণ্য ময়মনসিংহের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
লোকে লোকারণ্য ময়মনসিংহের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: জাতির জন্য আতœত্যাগকারী বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাতে লোকে লোকারণ্য হয়ে উঠেছে ময়মনসিংহের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ।

বুধবার (১৬ ডিসেম্বর) রাত ১২টা এক মিনিটে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শহরের পাটগুদাম ব্রিজ মোড় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়।



স্মৃতিস্তম্ভে ধর্মমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমানের পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন প্রমুখ।

ধর্মমন্ত্রীর পর শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম. সালেহ উদ্দিন। পরে জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকি জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে পুস্পস্তবক অর্পণ করেন।

এরপর পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু।

এসময় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে তার এপিএস সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির হিমেল, সহকারী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।