ঢাকা: রাজধানীর সাবেক রূপসী বাংলা হোটেলের নির্মাণধীন ভবনের শেড ঢালাই ধসে আলতাফ (৪০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন শ্রমিক।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির ঠিকানা পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সালাম বাংলানিউজকে বলেন, রাতে হোটেলের নির্মাণধীন ভবনের শেড ঢালাইয়ের কাজ চলছিলো। এসময় নির্মাণ ত্রুটির কারণে হঠাৎ শেড ঢালাইয়ের অংশ ধসে গেলে আলতাফসহ ১১জন শ্রমিক আহত হয়। এ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আলতাফকে মৃত ঘোষণা করেন। আহতরা এখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের মধ্যে মুক্তার হোসেন, শাহীন, মজনু, প্রদীপ, রিপন, ফজলু, শাফি, আলম ও জাকিরুলের নাম পাওয়া গেছে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোজাম্মেল হক বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করি। ভেতরে আহত ও নিহতদের খুঁজে দেখা হচ্ছে।
ঢামেকে পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরির্দশক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে ও আহতরা চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫ আপডেট: ০৩১৭ ঘণ্টা
এজেডএস/ জেডএফ/এএটি/এসএস