ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বন্দুকযুদ্ধে ডাকাত গুলিবিদ্ধ, আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় বন্দুকযুদ্ধে ডাকাত গুলিবিদ্ধ, আটক ৫ ছবি: প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে খোরশেদ মিয়া নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। এ অবস্থায় খোরশেদসহ পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ।



এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস, উপ-পরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার ও কনস্টেবল কামাল উদ্দিন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ভোর পৌনে ৪টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ খোরশেদ মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায়। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 আটক বাকি চারজন হলেন-শানু মিয়া, বিল্লাল, সাত্তার ও বাহার।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ বাংলানিউজকে জানান, ভোরের দিকে একটি পিকনিকের বাসে ডাকাতির উদ্দেশে বিরাসার এলাকায় রাস্তায় ব্যারিকেড দেয় ডাকাতরা। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এভাবে কিছুক্ষণ বন্দুকযুদ্ধের পর ডাকাতরা পিছু হটে। বন্দুকযুদ্ধের এসময় খোরশেদ নামে এক ডাকাত গুলিবিদ্ধ হন। পরে সেখান থেকে তিনটি ধারালো রাম দা ও দু’টি ছুরিসহ ওই পাঁচ ডাকাতকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫/আপডেট: ১০৫৫
এএটি/এসএস/এসআই



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।