ঢাকা: সৌদি আরবের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী জোটে বাংলাদেশ যোগ দেওয়ায় নতুন করে কোনো জঙ্গি গোষ্ঠীর টার্গেটে পড়বে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজারবাগ পুলিশলাইনে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জঙ্গিবিরোধী অভিযান আমাদের নতুন নয়। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অনেক দেশই জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা ও তাদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। আমরা তা পেরেছি।
এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
ওএইচ/আরআই/এএসআর