ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে নাশকতার মামলায় গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৭, ডিসেম্বর ১৬, ২০১৫
জয়পুরহাটে নাশকতার মামলায় গ্রেফতার ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: নাশকতার মামলায় জয়পুরহাট সদর উপজেলার কড়ই চকপাড়া থেকে আব্দুর রহিম (৭০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) গভীররাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন।



গ্রেফতার হওয়া আব্দুর রহিমের বাড়ি ওই গ্রামে।

ওসি ফরিদ হোসেন জানান, পল্লী চিকিৎসক আব্দুর রহিম সর্বশেষ হরতাল-অবরোধে হিচমী-মাধাই নগর রাস্তায় ট্রাকে অগ্নি সংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার হুকুমের আসামি। ১৯৭১ সালে পাকিস্তানী হানাদারদের দোসর হিসেবে কাজ করায় স্থানীয়দের কাছে তিনি রাজাকার আব্দুর রহিম হিসেবে পরিচিত।

দুপুরের মধ্যে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।