গোপালগঞ্জ: শহীদদের প্রতি সম্মান ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতেই পুরো ক্যাম্পাস সাজানো হয় বর্ণিল আলোকসজ্জায়।
এরপর রাত ১২টা ০১ মিনিটে উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির জনকের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন।
বুধবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় উপাচার্য প্রফেসর ড. খোন্দকার মো. নাসিরউদ্দীন জেলার শেখ কামাল শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রেজিস্ট্রার, শিক্ষক ও কর্মচারীরা। এরপর এক মিনিট নিরবতার মাধ্যমে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
পরে সকাল ৯টায় দিকে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বশেমুরবিপ্রবির বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। পরে বশেমুরবিপ্রবি ছাত্রলীগ সদস্যরা একটি আনন্দ মিছিল বের করে।
সবশেষে সকাল সাড়ে ৯টায় ক্যাফেটেরিয়ায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিজয় দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে বক্তারা বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
জেডএস