ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত চালকের বিরুদ্ধে মামলা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত চালকের বিরুদ্ধে মামলা! ফাইল ফটো

রাজশাহী: রাজশাহীর মতিহারের দেওয়ানপাড়া সড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তবে নিয়ম রক্ষার স্বার্থে মামলাটি দায়ের করা হয়েছে বলে বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে জানিয়েছেন থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) অশোক কুমার চৌহান।



এক প্রশ্নের জবাবে অশোক কুমার বাংলানিউজকে জানান, ভয়াবহ এই দুর্ঘটনায় দুই বাসের চালকই নিহত হয়েছেন। কিন্তু আইন অনুযায়ী দুর্ঘটনার জন্য দায়ী চালকের বিরুদ্ধেই মামলা দায়ের করতে হয়। পরে তদন্ত রিপোর্টে বলা হয়- দুর্ঘটনায় ওই বাসের চালক নিহত হয়েছেন।

এদিকে, মামলার বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুময়ান কবীর বাংলানিউজকে বলেন, বাস দুর্ঘটনায় নিহতের ঘটনায় মামলা দায়েরের তারিখ ১৫ ডিসেম্বরই দেখানো হয়েছে। মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছেন। এতে ন্যাশনাল ট্রাভেলসের নিহত বাস চালককেই একমাত্র অজ্ঞাত আসামি করা হয়েছে। তবে সড়ক দুর্ঘটনায় নিহত ওই বাস চালকের নাম শহীদুল ইসলাম (৩৭)। তার বাড়ি ঢাকার নারায়ণগঞ্জে। এ ঘটনায় মৃত্যু হয়েছে অর্পা ট্রাভেলসের চালক নাটোর জেলা সদরের চকরিয়া ঢালান এলাকার নুরুন নবীর ছেলে মিন্টু শেখেরও (৩৫)। তাদের মরদেহ মঙ্গলবার রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রাজশাহীর মতিহারের দেওয়ানপাড়া সড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হন। নিহতদের মধ্যে দুইজন নারী রয়েছেন।

নিহত অন্যরা হলেন- রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলসের যাত্রী চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নরসিয়া গ্রামের আবু জাফর (৬০) ও তার স্ত্রী বেলী আরা বেগম (৫৫), অটোরিকশা যাত্রী বাঘার ফতেহপুর গ্রামের ফারুক হোসেনের মেয়ে রাজশাহী সরকারি কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ফারজানা লুবনা (২৫), অর্পা ট্রাভেলসের যাত্রী রাজশাহীর দুর্গাপুর উপজেলার আরোইল গ্রামের কাজী আবু বক্কর সিদ্দিক (৬৫) ও পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছি গ্রামের ময়েন উদ্দিন (৬৫)।

এ দুর্ঘটনায় আহত মোট ৫০ জনকে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে রাকিব নামের এক যুবককে মঙ্গলবার রাতে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে  (আইসিইউ) নেওয়া হয়েছে। এছাড়া অন্যদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা বর্তমানে হাসপাতালের ১, ৮ ও ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এসএস/আইএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।