ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শেষ হলো এমআইএসটি’র আন্তর্জাতিক সম্মেলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
শেষ হলো এমআইএসটি’র আন্তর্জাতিক সম্মেলন ছবি: আইএসপিআর

ঢাকা: রাজধানীর কুর্মিটোলা গল্ফ ক্লাবে অনুষ্ঠিত হলো মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র (এমআইএসটি) পুরকৌশল ও নির্মাণ সামগ্রী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন।

বুধবার (১৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এর আগে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লে. জেনারেল আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সম্মেলনে অবকাঠামো বিশ্লেষণ ও নকশা প্রণয়ন, উন্নয়ন ও নব উদ্ভাবিত নির্মাণসামগ্রী ও গুণগত ব্যবহারিক মান, টেকসই উন্নয়নের জন্য নির্মাণ সামগ্রীর পুনর্ব্যবহার, ভূমিকম্প ও অন্যান্য গতিশীলতার প্রভাবে অবকাঠামোর আচরণ, সংস্কার, পরিকল্পনা ও ব্যবস্থাপনা, জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উন্নয়ন সবুজ প্রযুক্তি ইত্যাদি বিষয়ে গবেষণা, প্রবন্ধ উপস্থাপনা ও আলোচনা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন বাহিনীর উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, পিডব্লিউডি-এর উচ্চপদস্থ বেসামরিক সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্ররা সম্মেলনে অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।