ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

নাটোরে ১ ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৬, ডিসেম্বর ১৬, ২০১৫
নাটোরে ১ ব্যক্তির মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

নাটোর: নাটোর শহরের বঙ্গোজ্বল রাজার বাগানবাড়ির (বর্তমানে কেন্দ্রীয় সমবায় সমিতি) মেহগিনি বাগান থেকে মিঠু (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিঠু ওই এলাকার আব্দুল লতিফের ছেলে।

স্থানীয়রা জানায় বিকেলে মেহগিনি বাগানে মিঠুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
তারা আরো জানায়, মিঠু অসুস্থ ছিলো, ওই বাগানে সে প্রায় প্রতিদিন অর্জুন গাছের ছাল আনতে যেতো।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।