ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে বিজয় দিবস উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
ফরিদপুরে বিজয় দিবস উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: গভীর শ্রদ্ধা আর ভালবাসায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে শহরের গোয়ালচামট এলাকায় অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়।



এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী ও পুলিশ সুপার জামিল হাসান।

পরে  জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, ফরিদপুর পৌরসভা, জেলা পরিষদের প্রশাসক, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন স্কুল-কলেজ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়।

এর আগে এক মিনিট নিরবতা শেষে ও বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

বিজয় দিবস উপলক্ষে শহরে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে ফরিদপুর জেলা স্টেডিয়ামে কুচকওয়াজ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ডিসপ্লে পরিবেশন করা হয়। ।

এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়েছে।

ফরিদপুরের আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী, সালথা, নগরকান্দা, ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগেও নানা কর্মসূচি উদযাপন করা হয়।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।