ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

নিউমার্কেটে গুলিতে ব্যবসায়ী আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৭, ডিসেম্বর ১৭, ২০১৫
নিউমার্কেটে গুলিতে ব্যবসায়ী আহত

ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকায় গুলিতে জুবায়ের মো. দিপু (৪২) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। বুধবার (১৬ ডিসেম্বর) দিনগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।



আহতের বাবা মানিক মিয়া জানান, নিউমার্কেটে একটি কাপড়ের গোডাউন দেখাশোনা করে দিপু। দোকানের মালিক মূলত ওর মামাতো ভাই সুমন। রাতে দোকান বন্ধ করে নিউমার্কেট কাঁচাবাজার এলাকা দিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ একটি গুলি তার ডান পায়ের উরু ভেদ করে বাম পায়ে এসে লাগে।

খবর পেয়ে দিপুকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে বলে জানান বাবা মানিক মিয়া।

বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।