ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় জামায়াত কর্মীসহ গ্রেফতার ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
সাতক্ষীরায় জামায়াত কর্মীসহ গ্রেফতার ২০

সাতক্ষীরা: সাতক্ষীরায় জামায়াতের এক কর্মীসহ ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এদের মধ্যে জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয় নাশকতার পরিকল্পনা করার অভিযোগে। বাকিরা নিয়মিত মামলার আসামি।

সাতক্ষীরা জেলা পুলিশের শাখার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, রাতভর অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর থানা থেকে ১২, কলারোয়া থেকে দুই, কালিগঞ্জ থেকে এক, শ্যামনগর থেকে এক, আশাশুনি থেকে দুই, দেবহাটা থেকে এক ও পাটকেলঘাটা থানা থেকে একজনকে গ্রেফতার করা হয়।

সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।