ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

নাটোরে দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৫, ডিসেম্বর ১৭, ২০১৫
নাটোরে দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি ছবি: প্রতীকী

নাটোর: নাটোর স্টেশন বাজারের একটি মুদি দোকানে আগুন লেগে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নাটোর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আবু সামা জানান, সকালে শহরের স্টেশন বাজারে পংকজ চক্রবর্তী নামে এক ব্যক্তির মুদি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নেভায়।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, ক্ষতিগ্রস্ত পংকজ চক্রবর্তীর দাবি, আগুনে তার দোকানের প্রায় ৩০ লাখ টাকার মালপত্র পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।