ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাচোলে দলিত জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
নাচোলে দলিত জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নীতি নির্ধারক ও স্থানীয় নেতাদের ভূমিকা বিষয়ক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা বিডিইআরএম ও নাগরিক উদ্যোগ যৌথভাবে এ সভার আয়োজন করে।



বিডিইআরএম’র সভাপতি সুনিল মৃধার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ গোলাম মোস্তফা বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে নাচোল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রর ইউএইচএ ডা. শফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

এছাড়াও নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছিরুদ্দিন, নাগরিক উদ্যোগ-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর আফসানা বিনতে আমিন, বিডিইআরএম’র কেন্দ্রীয় সেক্রেটারি বিভূতোষ রায়, জেলা সভাপতি ব্রহ্মনাথ ঠাকুর, রহনপুর ইউসুফ আলী কলেজের প্রভাষক এম. আব্দুল্লাহ, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ. রাজ্জাক, নাচোল পৌর সভার লাইসেন্স পরিদর্শক আহসান হাবীব উপস্থিত ছিলেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানবধিকারকর্মী শিপন রবিদাস এবং সঞ্চালনা করেন মানবাধিকার কর্মী চন্দন কুমার।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।