ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তালা (সাতক্ষীরা): যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার বলেছেন, ষড়যন্ত্র করে কেউ দেশকে পিছিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।



তিনি বলেন, শিক্ষাই হচ্ছে উন্নয়নের চাবিকাঠি। তাই শিক্ষার হার শতভাগে উন্নীত করতে হলে শিক্ষকদের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। তাহলেই ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে তালা উপজেলার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের উন্নয়নে যুব সমাজের ভূমিকা অপরিহার্য উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন-আমাদের দেশের জনগণের ৩২শতাংশই যুবক। তাই যুব সমাজকে প্রশিক্ষণ দিয়ে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।

প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের ধোঁয়া তুলে মানুষ পুড়িয়ে মারছেন, সন্ত্রাস সৃষ্টি করছেন, মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকার স্বাধীনতাকেও হরণ করছেন। এটি কিসের গণতন্ত্র, তা দেশবাসীসহ গোটা বিশ্বই জানে। কাজেই এই অপগণতন্ত্রের নামে দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, তাদেরও ছাড় দেওয়া হবে না।

কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, মহিলা সংসদ সদস্য রিফাত আমিন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নজরুল ইসলাম, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম ও সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু।

এছাড়াও বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. এম. মতিউর রহমান, কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শেখ আব্দুল ওয়াদুদ প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।