ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাসের ধাক্কায় উল্টে গেলো প্রাইভেটকার

সিনিয়র নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
বাসের ধাক্কায় উল্টে গেলো প্রাইভেটকার ছবি: জনি সাহা / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর ভাটারা থানাধীন জোয়ার সাহারায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি প্রাইভেটকার রাস্তার উপর উল্টে গেছে। তবে সৌভাগ্যক্রমে প্রাইভেটকারে থাকা চালকসহ তিন যাত্রীর কোনো ক্ষতি হয়নি।


 
শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
 
ঘটনাস্থলের পাশেই দাঁড়ানো প্রাইভেটকারের চালক শাহজাহান বাংলানিউজকে জানান, গাজীপুরগামী বসুমতি পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
 
তিনি বলেন, কিছু বুঝি নাই, হঠা‍ৎ পেছন থেকে বাসটি ধাক্কা মারে। এতে প্রাইভেটকারটি উল্টে গিয়ে রাস্তার মাঝ বরাবর আড়াআড়ি পড়ে থাকে।
 
তবে প্রাইভেটকারে থাকা যাত্রীদের তেমন কোন ক্ষতি হয়নি বলেও জানান চালক শাহজাহান।

এ ঘটনায় বিমানবন্দরের দিকে যাওয়ার রাস্তায় কিছু সময়ের জন্য যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে গাড়িটিকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
 
বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
জেডএস/এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।