ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৪, ডিসেম্বর ১৮, ২০১৫
হাতীবান্ধায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত ছবি: প্রতীকী

লালমনিরহাট: জেলার হাতীবান্ধা উপজেলায় ট্রাক চাপায় আলমগীর হোসেন (১৫) নামে মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা ফায়ারস্টেশন খানের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত আলমগীর হাতীবান্ধা উপজেলার মধ্যগড্ডিমারী গ্রামের হোসেন আলীর ছেলে এবং স্থানীয় গড্ডিমারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

হাতীবান্ধা থানা উপ পরিদর্শক (এসআই) মিন্টু চন্দ্র বাংলানিউজকে জানান, আলমগীর স্থানীয় বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি আসছিলেন। খানের বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।