ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

২৬ মার্চ ১৯৫ পাকিস্তানির গণবিচার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২২, ডিসেম্বর ১৮, ২০১৫
২৬ মার্চ ১৯৫ পাকিস্তানির গণবিচার নৌ-মন্ত্রী শাজাহান খান

ঢাকা: আগামী ২৬ মার্চ ১৯৫ পাকিস্তানি যুদ্ধাপরাধীর প্রতীকী বিচারের আয়োজন চলছে। সোহরাওয়ার্দী উদ্যানে জনতার সামনে এ বিচার হবে বলে জানিয়েছেন নৌ-মন্ত্রী শাজাহান খান।



শুক্রবার (১৮ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির তৃতীয় তলায় আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার'র সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। মন্ত্রী এ কমিটির আহ্বায়ক।

১৯৭১ সালে নরঘাতক ১৯৫ পাকিস্তানি সেনার বিচারের অঙ্গীকার করে ফিরিয়ে নেয় দেশটি। সে বিষয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে জনমত গড়া কমিটির প্রধান লক্ষ্য।

গণবিচারের আগে আগামী ১৯ থেকে ৩১ ডিসেম্বর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় হবে বলে জানান তিনি।

এরপর ৩ জানুয়ারি বিকেল ৩টায় মতিঝিলে শাপলা চত্বরে সমাবেশ ও সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল হবে।

এছাড়া ৬ জানুয়ারি ১০টায় যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ বহাল ও কার্যকরের দাবিতে গণঅবস্থান কর্মসূচি করবে এ কমিটি।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এসকেএস/এএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।