ঢাকা: রাজধানীর খিলগাঁও মডেল স্কুল সংলগ্ন একটি অর্ধনির্মিত কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় তুলার গোডাউনে লাগা আগুন সোয়া একঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা সোয়া ৩টার দিকে এই আগুন নিয়ন্ত্রণে আসে। এরআগে বেলা ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মহানগর ফায়ার সার্ভিস সদর দফতরের সহকারী পরিচালক মাসুদুর রহমান আখন বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
স্থানীয়রা জানান, ওই কমিউনিটি সেন্টারের নিচ তলায় স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ২০/২৫টি রুম বানিয়ে ভাড়া দিয়ে দিয়েছেন। যেখানে বেশ কয়েকটি ফার্নিচারের দোকানসহ বিভিন্ন দোকান রয়েছে।
দু’তলায় রয়েছে লেপ-তোষকের গোডাউন। সেখান থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে তাৎক্ষণিকভাবে জানা যায়।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এজডেএস/বিএস/টিআই
** রাজধানীর খিলগাঁওয়ে তুলার গোডাউনে আগুন