ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডোমারে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
ডোমারে কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নে অসহায় শীতার্তদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করেছে হরিহারা শান্ত ক্লাব।

শনিবার(১৯ ডিসেম্বর) সকালে ইউনিয়নের হরিহারা মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।



ক্লাবের সভাপতি মাহাবুবর রহমানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম।

সেখানে আরও উপস্থিত ছিলেন- ব্যবসায়ী হারুন অর রশীদ, ইউপি সদস্য ময়নুল হক, ক্লাবের সাধারণ সম্পাদক খালেদুল ইসলাম প্রমুখ।

ক্লাবের সাধারণ সম্পাদক খালেদুল ইসলাম বাংলানিউজকে জানান, হরিহারা শান্ত ক্লাবের শতাধিক সদস্যের অর্থায়নে প্রতিবছর বিজয়ের মাসে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় শনিবার সকালে এলকার শীতার্তদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।