ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরগুনা প্রেসক্লাব নির্বাচন

ঝন্টু সভাপতি, সালেহ্ সাধারণ সম্পাদক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
ঝন্টু সভাপতি, সালেহ্ সাধারণ সম্পাদক

বরগুনা: বরগুনা প্রেসক্লাবের ৩৫তম নির্বাচনে বাংলাদেশ প্রতিদিন ও চ্যানেল আই প্রতিনিধি মো. হাসানুর রহমান ঝন্টু পুনরায় সভাপতি এবং দৈনিক সমকাল ও চ্যানেল ২৪ প্রতিনিধি আবু জাফর মো. সালেহ্ সাধারণ সম্পাদক বিজয়ী হয়েছেন।

শনিবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে তিনটি পদে এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন এটিএন বাংলা, এটিএন নিউজ ও জনকণ্ঠের বরগুনা প্রতিনিধি অ্যাডভোকেট মোস্তফা কাদের। সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মো. জাফর হোসেন হাওলাদার, যুগ্ম সম্পাদক পদে মাছরাঙা ও দ্যা রিপোর্টের বরগুনা প্রতিনিধি মুশফিক আরিফ এবং অর্থ সম্পাদক পদে দৈনিক ভোরের পাতার বরগুনা প্রতিনিধি স্বপন দাস।

নির্বাচন কমিশনার মনির হোসেন কামাল বিজয়ীদের নাম ঘোষণা করে এ সাত সদস্যের কমিটি গঠন করেন। এ কমিটি ২০১৬ সালের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দায়িত্ব পালন করবে।

নির্বাচনের আগে অনুষ্ঠিত বরগুনা প্রেসক্লাবের ৩৫তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু। সাবেক সাধারণ সম্পাদক মো. জাফর হোসেন হাওলাদার ও সাবেক অর্থ-সম্পাদক আবু জাফর মো: সালেহ্ এতে সম্পাদকীয় রিপোর্ট দেন- ।

২০১৫ সালের আর্থিক হিসাব ও ২০১৬ সালের সম্ভাব্য বাজেট উপস্থাপন করেন তারা।
 
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।