ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্বাধীন ভূমিকা পালনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
স্বাধীন ভূমিকা পালনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে (ইসি) সর্বাত্মক সহযোগিতা করবে সরকার।
 
শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শ্রম কল্যাণ কেন্দ্র মাঠে স্থানীয় সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্র আয়োজিত ১০ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।



মন্ত্রী বলেন, বিএনপির অভিযোগ-নালিশ ছাড়া কোনো পুঁজি আছে বলে তো দেখি না। তারা নালিশ সর্বস্ব রাজনীতির দিকে ঝুঁকে পড়েছে। গত সিটি করপোরেশন নির্বাচনেও বিএনপি জিতে গিয়ে নালিশ করছিল যে আওয়ামী লীগ নির্বাচনে কারচুপি করেছে।

ওবায়দুল কাদের আরো বলেন, আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত ফোর লেনের কাজ ভারতীয় অর্থায়নে হওয়ার কথা রয়েছে। এ ব্যাপারে দু'দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে আলোচনা হয়েছে। লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় শিগগির আশুগঞ্জ-আখাউড়া সড়কের ফোর লেনের কাজ শুরু হবে বলে জানান তিনি।

সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মঈন উদ্দিন মঈন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।